Terms and Condition
📜 Terms and Conditions – GigSparkle
GigSparkle-এ স্বাগতম! আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে দয়া করে এই Terms & Conditions ভালোভাবে পড়ে নিন। ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন বলে গণ্য করা হবে।
1. কন্টেন্ট ব্যবহারের নীতি
GigSparkle-এ প্রকাশিত সব ধরনের ব্লগ, আর্টিকেল ও তথ্য কেবলমাত্র শিক্ষামূলক ও তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়।
আমাদের কন্টেন্ট কপি, রিপ্রোডিউস বা অনুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
2. স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক কন্টেন্ট
স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত আর্টিকেলগুলো সাধারণ তথ্যের জন্য দেওয়া হয়।
এগুলো কোনোভাবেই পেশাদার ডাক্তার বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।
স্বাস্থ্যগত সমস্যায় অবশ্যই যোগ্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
3. অনলাইন ইনকাম ও ফ্রিল্যান্সিং বিষয়ক কন্টেন্ট
অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত তথ্য অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে প্রদান করা হয়।
তবে আয়ের ফলাফল ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে। এর দায় GigSparkle নেবে না।
4. সার্ভিস সম্পর্কিত শর্ত
আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং ও অন্যান্য সার্ভিস সর্বোচ্চ মান বজায় রেখে প্রদান করি।
তবে নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, কারণ ফলাফল নির্ভর করে বাজার পরিস্থিতি, প্রতিযোগিতা ও অন্যান্য বহিরাগত ফ্যাক্টরের ওপর।
5. তৃতীয় পক্ষের লিঙ্ক
GigSparkle-এ বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা রিসোর্সের লিঙ্ক দেওয়া থাকতে পারে।
এসব ওয়েবসাইটের কন্টেন্ট বা কার্যক্রমের জন্য আমরা দায়ী নই।
6. ব্যবহারকারীর দায়িত্ব
ওয়েবসাইট ব্যবহারের সময় কোনো ধরনের অবৈধ, ক্ষতিকর বা বিভ্রান্তিকর কার্যকলাপ করা যাবে না।
ব্যবহারকারীর শেয়ার করা তথ্যের সত্যতা ও সঠিকতার জন্য ব্যবহারকারী নিজেই দায়ী।
7. পরিবর্তন ও সংশোধন
GigSparkle যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন করার অধিকার রাখে।
পরিবর্তনের পর আপডেটেড শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
8. যোগাযোগ করুন
এই শর্তাবলী সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:
📧 support@gigsparkle.com
আপনি গিগস্পারকলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url