আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ অর্থাৎ আরবী বা হিজরী ক্যালেন্ডার মুসলিম উম্মার ধর্মীয় সাংস্কৃতিক জীবনের মূল ভিত্তি। চন্দ্র বছর অনুসারে এই ক্যালেন্ডার প্রত্যেকটি দিন গণনা করা হয়। এই ক্যালেন্ডারটি ইসলামের সকল গুরুত্বপূর্ণ ইবাদত, উৎসব ও স্মরণীয় দিবস নির্ধারণ করে এই ক্যালেন্ডারের মাধ্যমে।

আরবি-মাসের-ক্যালেন্ডার-২০২৬

আরবি মাসের ক্যালেন্ডার মুসলমানদের জন্য তাদের বার্ষিক রুটিন পরিকল্পনার একটি অপরিহার্য সরঞ্জাম। এই আর্টিকেলে আমরা আরবি মাসের ক্যালেন্ডার এর প্রতিটা মাসের বিস্তারিত বর্ণনা, গুরুত্বপূর্ণ দিবস সমূহ এবং ইংরেজি ক্যালেন্ডার এর সাথে সামঞ্জস্যপূর্ণ তারিখ সহ, একটি পূর্ণাঙ্গ টেবিল উপস্থাপন করব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ ইসলামিক ঐতিহ্যের এক জীবন্ত স্রোত ধারা। চাঁদের আবর্তনে বোনা এই দিনপঞ্জি শুধু তারিখ নয়। বরং ইবাদত, সংস্কৃতি এবং সময়ের গভীর প্রতিফলন বহন করে। প্রতিটি মাস মহরম থেকে শুরু হয়ে জিলহজ পর্যন্ত তার নিজস্ব ইতিহাস ও পবিত্রতায় ভাস্বর। রমজানের রোজা, শাওয়ালের ঈদ, জিলহজের হজ্ব এই ক্যালেন্ডার মুসলিম উম্মাহর জীবনে সুন্দর ছন্দ এনে দিতে সাহায্য করে। এই ক্যালেন্ডারের বিশেষত্ব হলো এর গতিশীলতা। চন্দ্র বর্ষ, সৌর বর্ষ থেকে ছোট হওয়ায় প্রতিবছর আরবি মাসগুলো প্রায় ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। 

তাই ২০২৬ এর রমজান বা ঈদ কোন ঋতুতে পড়বে তা আগে থেকেই জানা এই পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে প্রকৃতির চক্র ও ঐশীবাণীর সাথে সামঞ্জস্য রেখে জীবন যাপন করতে সাহায্য করে। ২০২৬ সালের আরবি ক্যালেন্ডার তাই ক্যালেন্ডারের রেখার চেয়েও বেশি কিছু। এটি বিশ্বাসের একটি বার্তা বাহক। এটি আমাদেরকে সময়ের গভীরতা, ধর্মীয়করণের সৌন্দর্য এবং একটি সার্বজনীন সম্প্রদায়ের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেয়। এটি শুধু একটি সময় সুচি নয়, বরং আধ্যাত্মিক যাত্রার একটি পত্র।

জানুয়ারি মাস ও আরবি জমাদিউল আউয়াল ও রজব মাসের ক্যালেন্ডার

জমাদিউল আউয়াল নামটির মধ্যে লুকিয়ে আছে ঋতুর ইঙ্গিত। জমাদ শব্দের অর্থ জমাট বরফ বা শীতলতা। যা প্রাচীন আরবের শীতকালের স্মৃতি বহন করে। এটি আরবি বছরের পঞ্চম মাস যা ইসলামী ইতিহাসের এক নীরব সাক্ষী। রবিউস সানি ও জমা দিউস সানি এই দুইটি মাসের মধ্যে জমা দিউল আউয়ালের অবস্থান তাকে একটি স্বতন্ত্র মর্যাদা দান করেছে। যদিও এটি বিশেষ কোন ইবাদত বা রোজার মাস নয়।

এটি ছিল ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার পটভূমি। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই মাসণ সংঘটিত হয়েছিল বনি কুরাইযা গোত্রের সাথে সংঘটিত যুদ্ধটি। যা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করে। এটি আমাদেরকে শেখায় যে জীবন শুধু উৎসব বা কঠোর ইবাদতেরই নয়, বরং তার চ্যালেঞ্জ মোকাবিলা ও সমাজ পূর্ণ গঠনেরও। এই মাসটি আমাদের জন্য একটি ভাবনার খোরাক।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
বৃহস্পতিবার ১০ জমাদিউল আউয়াল ১ জানুয়ারি
শুক্রবার ১১ জমাদিউল আউয়াল ২ জানুয়ারি
শনিবার ১২ জমাদিউল আউয়াল ৩ জানুয়ারি
রবিবার ১৩ জমাদিউল আউয়াল ৪ জানুয়ারি
সোমবার ১৪ জমাদিউল আউয়াল ৫ জানুয়ারি
মঙ্গলবার ১৫ জমাদিউল আউয়াল ৬ জানুয়ারি
বুধবার ১৬ জমাদিউল আউয়াল ৭ জানুয়ারি
বৃহস্পতিবার ১৭ জমাদিউল আউয়াল ৮ জানুয়ারি
শুক্রবার ১৮ জমাদিউল আউয়াল ৯ জানুয়ারি
শনিবার ১৯ জমাদিউল আউয়াল ১০ জানুয়ারি
রবিবার ২০ জমাদিউল আউয়াল ১১ জানুয়ারি
সোমবার ২১ জমাদিউল আউয়াল ১২ জানুয়ারি
মঙ্গলবার ২২ জমাদিউল আউয়াল ১৩ জানুয়ারি
বুধবার ২৩ জমাদিউল আউয়াল ১৪ জানুয়ারি
বৃহস্পতিবার ২৪ জমাদিউল আউয়াল ১৫ জানুয়ারি
শুক্রবার ২৫ জমাদিউল আউয়াল ১৬ জানুয়ারি
শনিবার ২৬ জমাদিউল আউয়াল ১৭ জানুয়ারি
রবিবার ২৭ জমাদিউল আউয়াল ১৮ জানুয়ারি
সোমবার ২৮ জমাদিউল আউয়াল ১৯ জানুয়ারি
মঙ্গলবার ২৯ জমাদিউল আউয়াল ২০ জানুয়ারি
বুধবার ১ রজব ২১ জানুয়ারি
বৃহস্পতিবার ২ রজব ২২ জানুয়ারি
শুক্রবার ৩ রজব ২৩ জানুয়ারি
শনিবার ৪ রজব ২৪ জানুয়ারি
রবিবার ৫ রজব ২৫ জানুয়ারি
সোমবার ৬ রজব ২৬ জানুয়ারি
মঙ্গলবার ৭ রজব ২৭ জানুয়ারি
বুধবার ৮ রজব ২৮ জানুয়ারি
বৃহস্পতিবার ৯ রজব ২৯ জানুয়ারি
শুক্রবার ১০ রজব ৩০ জানুয়ারি
শনিবার ১১ রজব ৩১ জানুয়ারি

ফেব্রুয়ারি মাস ও আরবি রজব ও শাবান মাসের ক্যালেন্ডার

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ এর সপ্তম মাস রজব। আল আস হুরুল হুরুম বা নিষিদ্ধ মাস গুলোর মধ্যে তৃতীয়। রজব শব্দের অর্থই হলো সম্মানিত বা মহান। প্রাক ইসলামী যুগ থেকেই এই মাসটির শান্তি ও সম্মানের প্রতীক ছিল। যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ থাকতো। নিরাপত্তা কায়েম হতো। পথিক ও বণিকের জন্য রাসূলুল্লাহ (সা.) মাসের বিশেষ মর্যাদার প্রতি ইঙ্গিত করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া সাবান। হে আল্লাহ রজব ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। 

রজব মাস এলে মনে পড়ে যায় মিরাজের সেই পবিত্র রজনীর কথা। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম আল্লাহর সান্নিধ্যে গমন করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের মত মহান ইবাদত মুসলিম উম্মার জন্য নির্ধারিত হয়। তাই রজব শুধু রমজানের প্রস্তুতির মাস নয়, আল্লাহর দিকে ফিরে আসার এক স্বর্ণালী সুযোগ। অনেক মুসলমান এই মাসে বেশি বেশি নফল রোজা, নামাজ ও দান খয়রাত এর মাধ্যমে নিজেদের প্রস্তুত করেন। রজবের চাঁদ তাই শুধু একটি নতুন মাসেরই নয়। একটি নতুন আধ্যাত্মিক যাত্রা সূচনা করে।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
রবিবার ১২ রজব ১ ফেব্রুয়ারি
সোমবার ১৩ রজব ২ ফেব্রুয়ারি
মঙ্গলবার ১৪ রজব ৩ ফেব্রুয়ারি
বুধবার ১৫ রজব ৪ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার ১৬ রজব ৫ ফেব্রুয়ারি
শুক্রবার ১৭ রজব ৬ ফেব্রুয়ারি
শনিবার ১৮ রজব ৭ ফেব্রুয়ারি
রবিবার ১৯ রজব ৮ ফেব্রুয়ারি
সোমবার ২০ রজব ৯ ফেব্রুয়ারি
মঙ্গলবার ২১ রজব ১০ ফেব্রুয়ারি
বুধবার ২২ রজব ১১ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার ২৩ রজব ১২ ফেব্রুয়ারি
শুক্রবার ২৪ রজব ১৩ ফেব্রুয়ারি
শনিবার ২৫ রজব ১৪ ফেব্রুয়ারি
রবিবার ২৬ রজব ১৫ ফেব্রুয়ারি
সোমবার ২৭ রজব ১৬ ফেব্রুয়ারি
মঙ্গলবার ২৮ রজব ১৭ ফেব্রুয়ারি
বুধবার ২৯ রজব ১৮ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার ৩০ রজব ১৯ ফেব্রুয়ারি
শুক্রবার ১ শাবান ২০ ফেব্রুয়ারি
শনিবার ২ শাবান ২১ ফেব্রুয়ারি
রবিবার ৩ শাবান ২২ ফেব্রুয়ারি
সোমবার ৪ শাবান ২৩ ফেব্রুয়ারি
মঙ্গলবার ৫ শাবান ২৪ ফেব্রুয়ারি
বুধবার ৬ শাবান ২৫ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার ৭ শাবান ২৬ ফেব্রুয়ারি
শুক্রবার ৮ শাবান ২৭ ফেব্রুয়ারি
শনিবার ৯ শাবান ২৮ ফেব্রুয়ারি

 মার্চ মাস ও আরবি শাবান ও রমজান মাসের ক্যালেন্ডার

রজব মাসের পরে আসে সেই মর্যাদাবান মাস যার নাম শাবান। শাবান শব্দটি শুব ধাতু থেকে এসেছে। যার অর্থ হল বিভক্ত হওয়া বা ছড়িয়ে পড়া। এই মাসটিকে এই নামে ডাকার একটি কারণ হলো, প্রাচীন আরবে এই সময়ে মানুষ পানি ও চারণভূমির সন্ধানে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যেত। তবে এর একটি গভীরতর অত্যাধিক তাৎপর্য রয়েছে। এটি হলো রমজানের প্রাক্কালে আমলের মাধ্যমে নিজেকে যাচাই নিরীক্ষার মাস।

 

আরবি-মাসের-ক্যালেন্ডার-২০২৬

শাবান মাসের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো লাইলাতুল বারাত বা ভাগ্য রজনী । মধ্য সাবানের এই রাতকে মহান আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাতের রাত হিসেবে গণ্য করা হয়। এই রাতে তিনি তার বান্দাদের ভাগ্য পুনর লিখন করেন এবং ক্ষমা প্রার্থনা কারীদের ক্ষমা করে দেন। তাই সাবান মাস হলো গুনাহ থেকে তওবা করার আত্মশুদ্ধি অর্জনের এবং রমজান মাসের জন্য দৈহিক ও মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুবর্ণ সময়।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
রবিবার ১০ শাবান ১ মার্চ
সোমবার ১১ শাবান ২ মার্চ
মঙ্গলবার ১২ শাবান ৩ মার্চ
বুধবার ১৩ শাবান ৪ মার্চ
বৃহস্পতিবার ১৪ শাবান ৫ মার্চ
শুক্রবার ১৫ শাবান ৬ মার্চ
শনিবার ১৬ শাবান ৭ মার্চ
রবিবার ১৭ শাবান ৮ মার্চ
সোমবার ১৮ শাবান ৯ মার্চ
মঙ্গলবার ১৯ শাবান ১০ মার্চ
বুধবার ২০ শাবান ১১ মার্চ
বৃহস্পতিবার ২১ শাবান ১২ মার্চ
শুক্রবার ২২ শাবান ১৩ মার্চ
শনিবার ২৩ শাবান ১৪ মার্চ
রবিবার ২৪ শাবান ১৫ মার্চ
সোমবার ২৫ শাবান ১৬ মার্চ
মঙ্গলবার ২৬ শাবান ১৭ মার্চ
বুধবার ২৭ শাবান ১৮ মার্চ
বৃহস্পতিবার ২৮ শাবান ১৯ মার্চ
শুক্রবার ২৯ শাবান ২০ মার্চ
শনিবার ১ রমজান ২১ মার্চ
রবিবার ২ রমজান ২২ মার্চ
সোমবার ৩ রমজান ২৩ মার্চ
মঙ্গলবার ৪ রমজান ২৪ মার্চ
বুধবার ৫ রমজান ২৫ মার্চ
বৃহস্পতিবার ৬ রমজান ২৬ মার্চ
শুক্রবার ৭ রমজান ২৭ মার্চ
শনিবার ৮ রমজান ২৮ মার্চ
রবিবার ৯ রমজান ২৯ মার্চ
সোমবার ১০ রমজান ৩০ মার্চ
মঙ্গলবার ১১ রমজান ৩১ মার্চ

এপ্রিল মাস ও আরবি রমজান মাস ও শাওয়াল মাসের ক্যালেন্ডার

রমজান মাস আরবি ক্যালেন্ডার এর নবম মাস। কিন্তু মুসলিম হৃদয়ে এর অবস্থান সবার ঊর্ধ্বে। এটি আত্মশুদ্ধি, আত্ম সংযম ও আধ্যাত্মিক উৎকর্ষের এক মহান মরসুম। এই পবিত্র মাস সৃষ্টি কুলের জন্য পথ নির্দেশিকা হিসেবে রয়েছে। পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে মাসটির মর্যাদা আরও বহুগুণ বেড়ে যায়। রমজানের মূল ভিত্তি হলো রোজা, যা মুসলমানদের জন্য ফরজ ইবাদত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, কামাচার ও অন্যান্য কাজ থেকে বিরত থাকার মাধ্যমে মানুষ আত্মার শুদ্ধি অর্জন করে।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
বুধবার ১২ রমজান ১ এপ্রিল
বৃহস্পতিবার ১৩ রমজান ২ এপ্রিল
শুক্রবার ১৪ রমজান ৩ এপ্রিল
শনিবার ১৫ রমজান ৪ এপ্রিল
রবিবার ১৬ রমজান ৫ এপ্রিল
সোমবার ১৭ রমজান ৬ এপ্রিল
মঙ্গলবার ১৮ রমজান ৭ এপ্রিল
বুধবার ১৯ রমজান ৮ এপ্রিল
বৃহস্পতিবার ২০ রমজান ৯ এপ্রিল
শুক্রবার ২১ রমজান ১০ এপ্রিল
শনিবার ২১ রমজান ১১ এপ্রিল
রবিবার ২২ রমজান ১২ এপ্রিল
সোমবার ২৩ রমজান ১৩ এপ্রিল
মঙ্গলবার ২৪ রমজান ১৪ এপ্রিল
বুধবার ২৫ রমজান ১৫ এপ্রিল
বৃহস্পতিবার ২৬ রমজান ১৬ এপ্রিল
শুক্রবার ২৭ রমজান ১৭ এপ্রিল
শনিবার ২৮ রমজান ১৮ এপ্রিল
রবিবার ২৯ রমজান ১৯ এপ্রিল
সোমবার ৩০ রমজান ২০ এপ্রিল
মঙ্গলবার ১ শাওয়াল ২১ এপ্রিল
বুধবার ২ শাওয়াল ২২ এপ্রিল
বৃহস্পতিবার ৩ শাওয়াল ২৩ এপ্রিল
শুক্রবার ৪ শাওয়াল ২৪ এপ্রিল
শনিবার ৫ শাওয়াল ২৫ এপ্রিল
রবিবার ৬ শাওয়াল ২৬ এপ্রিল
সোমবার ৭ শাওয়াল ২৭ এপ্রিল
মঙ্গলবার ৮ শাওয়াল ২৮ এপ্রিল
বুধবার ৯ শাওয়াল ২৯ এপ্রিল
বৃহস্পতিবার ১০ শাওয়াল ৩০ এপ্রিল

 মে মাস ও আরবি শাওয়াল মাস ও জিলকদ মাসের ক্যালেন্ডার

রমজানের পরে আসে আনন্দ ও পুরস্কার এর মাস শাওয়াল মাস। এই নামটি শাওল শব্দ থেকে এসেছে। যার অর্থ উঁচু করে তোলা। প্রাচীন আরবের যখন উঠণী তার পেট উঁচু করতো দুগ্ধ দেওয়ার জন্য, কিংবা যখন শিকারি তার জাল উঁচু করতো শিকারের আশায়। ঠিক তেমনি শাওয়াল মাস মোমিনের জন্য আল্লাহর অফুরান নেয়ামত উঠানোর সময়। শাওয়াল এর প্রথম দিনে উদযাপিত হয় মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সদ্য অতিক্রান্ত রমজানের কঠোর প্রশিক্ষণের পর এই ঈদ হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কার।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি তারিখ
শুক্রবার ১১ শাওয়াল ১ মে
শনিবার ১২ শাওয়াল ২ মে
রবিবার ১৩ শাওয়াল ৩ মে
সোমবার ১৪ শাওয়াল ৪ মে
মঙ্গলবার ১৫ শাওয়াল ৫ মে
বুধবার ১৬ শাওয়াল ৬ মে
বৃহস্পতিবার ১৭ শাওয়াল ৭ মে
শুক্রবার ১৮ শাওয়াল ৮ মে
শনিবার ১৯ শাওয়াল ৯ মে
রবিবার ২০ শাওয়াল ১০ মে
সোমবার ২১ শাওয়াল ১১ মে
মঙ্গলবার ২২ শাওয়াল ১২ মে
বুধবার ২৩ শাওয়াল ১৩ মে
বৃহস্পতিবার ২৪ শাওয়াল ১৪ মে
শুক্রবার ২৫ শাওয়াল ১৫ মে
শনিবার ২৬ শাওয়াল ১৬ মে
রবিবার ২৭ শাওয়াল ১৭ মে
সোমবার ২৮ শাওয়াল ১৮ মে
মঙ্গলবার ২৯ শাওয়াল ১৯ মে
বুধবার ১ জিলকদ ২০ মে
বৃহস্পতিবার ২ জিলকদ ২১ মে
শুক্রবার ৩ জিলকদ ২২ মে
শনিবার ৪ জিলকদ ২৩ মে
রবিবার ৫ জিলকদ ২৪ মে
সোমবার ৬ জিলকদ ২৫ মে
মঙ্গলবার ৭ জিলকদ ২৬ মে
বুধবার ৮ জিলকদ ২৭ মে
বৃহস্পতিবার ৯ জিলকদ ২৮ মে
শুক্রবার ১০ জিলকদ ২৯ মে
শনিবার ১১ জিলকদ ৩০ মে
রবিবার ১২ জিলকদ ৩১ ম

জুন মাস ও আরবি জিলকদ মাস ও জিলহজ মাসের ক্যালেন্ডার

জিলকদ মাসটি আরবি বর্ষের একাদশ মাস হিসেবে আসে। কিন্তু এর মর্যাদা ও তাৎপর্য অপরিসীম। জিলকদ শব্দের অর্থ বসা বা স্থির হওয়া। প্রাক ইসলামী যুগ থেকেই এই মাসটি আশহুরুল হুরুম বা নিষিদ্ধ মাস গুলোর অন্তর্ভুক্ত। যার অর্থ এই মাসের সকল প্রকার যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। এটি ছিল একটি শান্তির মাস। যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারতো এবং ব্যবসা-বাণিজ্য ধর্মীয় কার্যক্রমে মনোনিবেশ করতে পারত।

জিলকদ মাসের বিশেষ গুরুত্ব এটি হজের প্রস্তুতির মাস। এই মাসেই মুসলিমরা হজের ইচ্ছা করে এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে। এটি রমজান ও শাওয়ালের ইবাদতের ধারাকে বজায় রাখারও একটি সুযোগ। অনেক আলেম এই মাসে নফল রোজা, দান, খয়রাত ও অন্যান্য ইবাদত করার প্রতি উৎসাহিত করেন। জিলকদ মাস আমাদেরকে শেখায় যে জীবন শুধু কাজের মাঝে সীমাবদ্ধ নয়, বরং কিছু সময় বিশ্রাম নেওয়া এবং আধ্যাত্মিক শান্তির অর্জন করারও সময়। জিলকদ মাস হলো একটি বিরতির মাস।

বারের নাম আরবি তারিখের নাম ইংরেজি তারিখের নাম
সোমবার ১৩ জিলকদ ১ জুন
মঙ্গলবার ১৪ জিলকদ ২ জুন
বুধবার ১৫ জিলকদ ৩ জুন
বৃহস্পতিবার ১৬ জিলকদ ৪ জুন
শুক্রবার ১৭ জিলকদ ৫ জুন
শনিবার ১৮ জিলকদ ৬ জুন
রবিবার ১৯ জিলকদ ৭ জুন
সোমবার ২০ জিলকদ ৮ জুন
মঙ্গলবার ২১ জিলকদ ৯ জুন
বুধবার ২২ জিলকদ ১০ জুন
বৃহস্পতিবার ২৩ জিলকদ ১১ জুন
শুক্রবার ২৪ জিলকদ ১২ জুন
শনিবার ২৫ জিলকদ ১৩ জুন
রবিবার ২৬ জিলকদ ১৪ জুন
সোমবার ২৭ জিলকদ ১৫ জুন
মঙ্গলবার ২৮ জিলকদ ১৬ জুন
বুধবার ২৯ জিলকদ ১৭ জুন
বৃহস্পতিবার ১ জিলহজ ১৮ জুন
শুক্রবার ২ জিলহজ ১৯ জুন
শনিবার ৩ জিলহজ ২০ জুন
রবিবার ৪ জিলহজ ২১ জুন
সোমবার ৫ জিলহজ ২২ জুন
মঙ্গলবার ৬ জিলহজ ২৩ জুন
বুধবার ৭ জিলহজ ২৪ জুন
বৃহস্পতিবার ৮ জিলহজ ২৫ জুন
শুক্রবার ৯ জিলহজ ২৬ জুন
শনিবার ১০ জিলহজ ২৭ জুন
রবিবার ১১ জিলহজ ২৮ জুন
সোমবার ১২ জিলহজ ২৯ জুন
মঙ্গলবার ১৩ জিলহজ ৩০ জুন

জুলাই মাস ও আরবি জিলহজ মাস ও মহরম মাসের ক্যালেন্ডার

জিলহজ মাসই আরবি বছরের শেষ মাস। কিন্তু এটি ইবাদত ও ত্যাগের দিক থেকে সবার আগে। এই মাসের নামই বলে দেয় এর মহত্ব। জিলহজ্জ অর্থ হজ্জের মাস। এটি বিশ্বব্যাপী মুসলিম উম্মার এক অসামান্য সম্মেলনের সময়। যখন লাখ লাখ মানুষ পবিত্র কাবাকে ঘিরে দাঁড়িয়ে এক স্রষ্টার ইবাদতে মশগুল হয়। হজ্জ ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। আর এই মাসই হলো তার একমাত্র সময়। কিন্তু জিলহজ মাসের মাহাত্ম্য শুধু এই হজের মধ্যে সীমাবদ্ধ নয়। 

এই মাসে প্রথম দশক হলো পুরো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়। হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর নিকট এ দশকের ইবাদতের চেয়ে প্রিয় কোন দিনই নেই। তাই এই দশকে নফল রোজা রাখা, তাসবিহ, তাহলীল পড়া ও বেশি বেশি নেক আমল করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহা। এই দিনে হযরত ইব্রাহিম (আ.) এর সুন্নত অনুসারে পশু কুরবানী করা হয়। যা ত্যাগ ও আনুগত্যের চূড়ান্ত নিদর্শন।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
বুধবার ১৪ জিলহজ ১ জুলাই
বৃহস্পতিবার ১৫ জিলহজ ২ জুলাই
শুক্রবার ১৬ জিলহজ ৩ জুলাই
শনিবার ১৭ জিলহজ ৪ জুলাই
রবিবার ১৮ জিলহজ ৫ জুলাই
সোমবার ১৯ জিলহজ ৬ জুলাই
মঙ্গলবার ২০ জিলহজ ৭ জুলাই
বুধবার ২১ জিলহজ ৮ জুলাই
বৃহস্পতিবার ২২ জিলহজ ৯ জুলাই
শুক্রবার ২৩ জিলহজ ১০ জুলাই
শনিবার ২৪ জিলহজ ১১ জুলাই
রবিবার ২৫ জিলহজ ১২ জুলাই
সোমবার ২৬ জিলহজ ১৩ জুলাই
মঙ্গলবার ২৭ জিলহজ ১৪ জুলাই
বুধবার ২৮ জিলহজ ১৫ জুলাই
বৃহস্পতিবার ২৯ জিলহজ ১৬ জুলাই
শুক্রবার ১ মহরম ১৭ জুলাই
শনিবার ২ মহরম ১৮ জুলাই
রবিবার ৩ মহরম ১৯ জুলাই
সোমবার ৪ মহরম ২০ জুলাই
মঙ্গলবার ৫ মহরম ২১ জুলাই
বুধবার ৬ মহরম ২২ জুলাই
বৃহস্পতিবার ৭ মহরম ২৩ জুলাই
শুক্রবার ৮ মহরম ২৪ জুলাই
শনিবার ৯ মহরম ২৫ জুলাই
রবিবার ১০ মহরম ২৬ জুলাই
সোমবার ১১ মহরম ২৭ জুলাই
মঙ্গলবার ১২ মহরম ২৮ জুলাই
বুধবার ১৩ মহরম ২৯ জুলাই
বৃহস্পতিবার ১৪ মহরম ৩০ জুলাই
শুক্রবার ১৫ মহরম ৩১ জুলাই

আগস্ট মাস ও আরবি মহরম মাস ও সফর মাসের ক্যালেন্ডার

আরবি মাসের ক্যালেন্ডার এর মহরম মাসটি আরবি বর্ষের প্রথম মাস হিসেবে আগমন করে এক গভীর পবিত্রতা ও ঐতিহাসিক তাৎপর্য নিয়ে। মহরম শব্দের অর্থই হলো নিষিদ্ধ বা পবিত্র। এটি আশহুরুল হুরুম এর চারটে নিষিদ্ধ মাসের অন্যতম। যেখানে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। কিন্তু এর মর্যাদা কেবল এখানে সীমাবদ্ধ নয়, এটি হলো আল্লাহর মাস। হাদিসে যাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে। এই মাসের দশ তারিখ যাকে আশুরা বলা হয়, এটি হলো এক অভিস্মরণীয় ঐতিহাসিক দিন। এই দিনে মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দান করা হয়েছিল।

আর আমাদের প্রিয় নবী (সা.) শোক পালনের বদলে কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখতেন। পরবর্তীতে তিনি বলেন আমি মুসা আলাইহিস সালাম এর সাথে সামঞ্জস্য রাখার জন্য এই দিনে রোজা রাখি। দুঃখের বিষয় এই পবিত্র মাস ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক মাস হিসেবে সাক্ষী হয়ে আছে। কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদত এই মাসের দশ তারিখে সংঘটিত হয়। যা মুসলিম উম্মার হৃদয়ে এক অমোচনীয় ক্ষত সৃষ্টি করেছে। তাই মহরম মাস আমাদের কাছে একদিকে যেমন ত্যাগ ও শাহাদাতের স্মৃতি। অন্যদিকে তাওবা ও ইবাদতের সুযোগ। এটি বছরের সূচনার মাস, যে সূচনা পবিত্রতা ও আত্মসমালোচনার মাধ্যমে হওয়া উচিত।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
শনিবার ১৬ মহরম ১ আগস্ট
রবিবার ১৭ মহরম ২ আগস্ট
সোমবার ১৮ মহরম ৩ আগস্ট
মঙ্গলবার ১৯ মহরম ৪ জুলাই
বুধবার ২০ মহরম ৫ আগস্ট
বৃহস্পতিবার ২১ মহরম ৬ আগস্ট
শুক্রবার ২২ মহরম ৭ আগস্ট
শনিবার ২৩ মহরম ৮ আগস্ট
রবিবার ২৪ মহরম ৯ আগস্ট
সোমবার ২৫ মহরম ১০ আগস্ট
মঙ্গলবার ২৬ মহরম ১১ আগস্ট
বুধবার ২৭ মহরম ১২ আগস্ট
বৃহস্পতিবার ২৮ মহরম ১৩ আগস্ট
শুক্রবার ২৯ মহরম ১৪ আগস্ট
শনিবার ১ সফর ১৫ আগস্ট
রবিবার ২ সফর ১৬ আগস্ট
সোমবার ৩ সফর ১৭ আগস্ট
মঙ্গলবার ৪ সফর ১৮ আগস্ট
বুধবার ৫ সফর ১৯ আগস্ট
বৃহস্পতিবার ৬ সফর ২০ আগস্ট
শুক্রবার ৭ সফর ২১ আগস্ট
শনিবার ৮ সফর ২২ আগস্ট
রবিবার ৯ সফর ২৩ আগস্ট
সোমবার ১০ সফর ২৪ আগস্ট
মঙ্গলবার ১১ সফর ২৫ আগস্ট
বুধবার ১২ সফর ২৬ আগস্ট
বৃহস্পতিবার ১৩ সফর ২৭ আগস্ট
শুক্রবার ১৪ সফর ২৮ আগস্ট
শনিবার ১৫ সফর ২৯ আগস্ট
রবিবার ১৬ সফর ৩০ আগস্ট
সোমবার ১৭ সফর ৩১ আগস্ট

সেপ্টেম্বর মাস ও আরবি সফর ও রবিউল আউয়াল মাসের ক্যালেন্ডার

আরবি মাসের ক্যালেন্ডার এর মহরমের পবিত্রতা অতিক্রম করে আসে সফর মাস। যার নামকরণে ইঙ্গিত করে ফিরে যাওয়া বা খালি হওয়ার। প্রাচীন আরবে এই মাসে মানুষ যুদ্ধের জন্য বের হতো। কিংবা বাড়িঘর খালি করে যাত্রা করতো। তাই এই মাসের নাম সফর। তবে ইসলামের আলো এই মাস তার সকল অন্ধকার থেকে মুক্ত হয়ে নতুন তাৎপর্য লাভ করেছে। সফর মাস আসলে আমাদের জন্য এক শিক্ষণীয় সময়। 

এটি আমাদেরকে ভাগ্যের দোহাই দিয়ে নিষ্ক্রিয় না থেকে আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। এই মাসেই রাসূল সাল্লাল্লাহু সালাম তার শেষ অসুখ শুরু হয়েছিল। যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা। পরকালের প্রস্তুতির অপরিহার্যতা। তাই সফর হলো বিশ্বাস কর্মের এক সমন্নয়। যেখানে অন্ধকার থেকে জ্ঞানের আলোয় পরিণত করে ইতিহাসের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়া হয় নতুন সম্ভাবনার দিকে। 

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
মঙ্গলবার ১৮ সফর ১ সেপ্টেম্বর
বুধবার ১৯ সফর ২ সেপ্টেম্বর
বৃহস্পতিবার ২০ সফর ৩ সেপ্টেম্বর
শুক্রবার ২১ সফর ৪ সেপ্টেম্বর
শনিবার ২২ সফর ৫ সেপ্টেম্বর
রবিবার ২৩ সফর ৬ সেপ্টেম্বর
সোমবার ২৪ সফর ৭ সেপ্টেম্বর
মঙ্গলবার ২৫ সফর ৮ সেপ্টেম্বর
বুধবার ২৬ সফর ৯ সেপ্টেম্বর
বৃহস্পতিবার ২৭ সফর ১০ সেপ্টেম্বর
শুক্রবার ২৮ সফর ১১ সেপ্টেম্বর
শনিবার ২৯ সফর ১২ সেপ্টেম্বর
রবিবার ১ রবিউল আউয়াল ১৩ সেপ্টেম্বর
সোমবার ২ রবিউল আউয়াল ১৪ সেপ্টেম্বর
মঙ্গলবার ৩ রবিউল আউয়াল ১৫ সেপ্টেম্বর
বুধবার ৪ রবিউল আউয়াল ১৬ সেপ্টেম্বর
বৃহস্পতিবার ৫ রবিউল আউয়াল ১৭ সেপ্টেম্বর
শুক্রবার ৬ রবিউল আউয়াল ১৮ সেপ্টেম্বর
শনিবার ৭ রবিউল আউয়াল ১৯ সেপ্টেম্বর
রবিবার ৮ রবিউল আউয়াল ২০ সেপ্টেম্বর
সোমবার ৯ রবিউল আউয়াল ২১ সেপ্টেম্বর
মঙ্গলবার ১০ রবিউল আউয়াল ২২ সেপ্টেম্বর
বুধবার ১১ রবিউল আউয়াল ২৩ সেপ্টেম্বর
বৃহস্পতিবার ১২ রবিউল আউয়াল ২৪ সেপ্টেম্বর
শুক্রবার ১৩ রবিউল আউয়াল ২৫ সেপ্টেম্বর
শনিবার ১৪ রবিউল আউয়াল ২৬ সেপ্টেম্বর
রবিবার ১৫ রবিউল আউয়াল ২৭ সেপ্টেম্বর
সোমবার ১৬ রবিউল আউয়াল ২৮ সেপ্টেম্বর
মঙ্গলবার ১৭ রবিউল আউয়াল ২৯ সেপ্টেম্বর
বুধবার ১৮ রবিউল আউয়াল ৩০ সেপ্টেম্বর

অক্টোবর মাস ও আরবি রবিউল আউয়াল ও রবিউস সানি মাসের ক্যালেন্ডার

রবিউল আউয়াল মাস আরবি বছরের সেই পবিত্র স্পন্দন, যার বুকে লুকিয়ে আছে মানবতার মুক্তির মহানায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর আগমন ও প্রস্থান। রবি শব্দের অর্থ বসন্ত আর এই মাস সত্যিই মানব ইতিহাসের জন্য এক আধ্যাত্মিক বসন্ত বয়ে এনেছিল। কারণ এই মাসে ১২ তারিখে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বজুড়ে কোটি মানুষের জন্য রহমত স্বরূপ শেষ নবী/ মক্কা সেই রাত শুধু একটি শিশুর জন্মই নয়, বরং ছিল অন্ধকারের যুগের অবসান ও জ্ঞানের নতুন সূর্যোদয়ের সূচনা।

এই মাসের মহাত্ম্য কেবল জন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। ঐতিহাসিকভাবে এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম মদিনায় হিজরত করেন। যা ইসলামের সভ্যতার ভিত্তি স্থাপন করে। আর এই মাসেরই ১২ তারিখে তিনি এই নশ্বর পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেন। যার সমগ্র উম্মতের জন্য ছিল শোকের ঘটনা। তাই রবিউল আওয়াল হলো আনন্দ বিষাদের এক অপূর্ব সমন্বয়। যা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে প্রিয় কে হারানোর বেদনা সহ্য করতে হয়। আবার তার শিক্ষাকে ধারণ করে বেঁচে থাকতে হয়।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
বৃহস্পতিবার ১৯ রবিউল আউয়াল ১ অক্টোবর
শুক্রবার ২০ রবিউল আউয়াল ২ অক্টোবর
শনিবার ২১ রবিউল আউয়াল ৩ অক্টোবর
রবিবার ২২ রবিউল আউয়াল ৪ অক্টোবর
সোমবার ২৩ রবিউল আউয়াল ৫ অক্টোবর
মঙ্গলবার ২৪ রবিউল আউয়াল ৬ অক্টোবর
বুধবার ২৫ রবিউল আউয়াল ৭ অক্টোবর
বৃহস্পতিবার ২৬ রবিউল আউয়াল ৮ অক্টোবর
শুক্রবার ২৭ রবিউল আউয়াল ৯ অক্টোবর
শনিবার ২৮ রবিউল আউয়াল ১০ অক্টোবর
রবিবার ২৯ রবিউল আউয়াল ১১ অক্টোবর
সোমবার ১ রবিউস সানি ১২ অক্টোবর
মঙ্গলবার ২ রবিউস সানি ১৩ অক্টোবর
বুধবার ৩ রবিউস সানি ১৪ অক্টোবর
বৃহস্পতিবার ৪ রবিউস সানি ১৫ অক্টোবর
শুক্রবার ৫ রবিউস সানি ১৬ অক্টোবর
শনিবার ৬ রবিউস সানি ১৭ অক্টোবর
রবিবার ৭ রবিউস সানি ১৮ অক্টোবর
সোমবার ৮ রবিউস সানি ১৯ অক্টোবর
মঙ্গলবার ৯ রবিউস সানি ২০ অক্টোবর
বুধবার ১১ রবিউস সানি ২১ অক্টোবর
বৃহস্পতিবার ১২ রবিউস সানি ২২ অক্টোবর
শুক্রবার ১৩ রবিউস সানি ২৩ অক্টোবর
শনিবার ১৪ রবিউস সানি ২৪ অক্টোবর
রবিবার ১৫ রবিউস সানি ২৫ অক্টোবর
সোমবার ১৬ রবিউস সানি ২৬ অক্টোবর
মঙ্গলবার ১৭ রবিউস সানি ২৭ অক্টোবর
বুধবার ১৮ রবিউস সানি ২৮ অক্টোবর
বৃহস্পতিবার ১৯ রবিউস সানি ২৯ অক্টোবর
শুক্রবার ২০ রবিউস সানি ৩০ অক্টোবর
শনিবার ২১ রবিউস সানি ৩১ অক্টোবর

নভেম্বর মাস ও আরবি রবিউস সানি ও জুমাদাল উলা মাসের ক্যালেন্ডার

রবিউস সানি যাকে রবিউস সানি বা রবিউল আখির নামেও ডাকা হয়। এটি আরব বছরের চতুর্থ মাস। এর নামের মধ্যে লুকিয়ে আছে এর স্বভাব চরিত্র। রবি অর্থ বসন্ত আর সানি অর্থ দ্বিতীয়। অর্থাৎ এটি হলো দ্বিতীয় বসন্ত। রবিউল আউয়াল এর মতোই এই মাস  প্রকৃতির সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক। কিন্তু এর মাহাত্ত তো অনেকটাই নিভৃতে ও নীরবে বিরাজমান। রবিউস সানি মাস ইসলামের ইতিহাসে সরাসরি কোন বড় ঘটনার মাস না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ। 

সেতুর ভূমিকা পালন করে। এটি রবিউল আউয়াল এর আধ্যাত্মিক জোয়ারের পরিপূরক এবং আগমনের বার্তাবাহক। এই মাসটি আমাদের শিক্ষা দেয় যে জীবন শুধু বড় বড় উৎসব আর ঘটনার সমাহার নয়। বরং নিত্যনৈমিত্তিক নিরব মুহূর্তগুলোতেও রয়েছে গভীর তাৎপর্য। রবিউস সানি ইসলামী ক্যালেন্ডার এর এক নাতিদীর্ঘ। কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়। যা আমাদের আধ্যাত্মিক যাত্রা কে অবিচ্ছিন্ন রাখে।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
রবিবার ২২ রবিউস সানি ১ নভেম্বর
সোমবার ২৩ রবিউস সানি ২ নভেম্বর
মঙ্গলবার ২৪ রবিউস সানি ৩ নভেম্বর
বুধবার ২৫ রবিউস সানি ৪ নভেম্বর
বৃহস্পতিবার ২৬ রবিউস সানি ৫ নভেম্বর
শুক্রবার ২৭ রবিউস সানি ৬ নভেম্বর
শনিবার ২৮ রবিউস সানি ৭ নভেম্বর
রবিবার ২৯ রবিউস সানি ৮ নভেম্বর
সোমবার ১ জুমাদাল উলা ৯ নভেম্বর
মঙ্গলবার ২ জুমাদাল উলা ১০ নভেম্বর
বুধবার ৩ জুমাদাল উলা ১১ নভেম্বর
বৃহস্পতিবার ৪ জুমাদাল উলা ১২ নভেম্বর
শুক্রবার ৫ জুমাদাল উলা ১৩ নভেম্বর
শনিবার ৬ জুমাদাল উলা ১৪ নভেম্বর
রবিবার ৭ জুমাদাল উলা ১৫ নভেম্বর
সোমবার ৮ জুমাদাল উলা ১৬ নভেম্বর
মঙ্গলবার ৯ জুমাদাল উলা ১৭ নভেম্বর
বুধবার ১০ জুমাদাল উলা ১৮ নভেম্বর
বৃহস্পতিবার ১১ জুমাদাল উলা ১৯ নভেম্বর
শুক্রবার ১২ জুমাদাল উলা ২০ নভেম্বর
শনিবার ১৩ জুমাদাল উলা ২১ নভেম্বর
রবিবার ১৪ জুমাদাল উলা ২২ নভেম্বর
সোমবার ১৫ জুমাদাল উলা ২৩ নভেম্বর
মঙ্গলবার ১৬ জুমাদাল উলা ২৪ নভেম্বর
বুধবার ১৭ জুমাদাল উলা ২৫ নভেম্বর
বৃহস্পতিবার ১৮ জুমাদাল উলা ২৬ নভেম্বর
শুক্রবার ১৯ জুমাদাল উলা ২৭ নভেম্বর
শনিবার ২০ জুমাদাল উলা ২৮ নভেম্বর
রবিবার ২১ জুমাদাল উলা ২৯ নভেম্বর
সোমবার ২২ জুমাদাল উলা ৩০ নভেম্বর

ডিসেম্বর মাস ও আরবি জুমাদাল উলা ও জুমাদাস সানিয়া মাসের ক্যালেন্ডার

জুমাদাল উলা নামটির মধ্যে লুকিয়ে আছে ঋতুর ইতিহাস। জুমা দাল শব্দের অর্থ জমাট বাধা বা হিমায়িত হওয়া। যা প্রাচীন আরবে তীব্র শীতের স্মৃতি বহন করে। এটি আরবি বছরের পঞ্চম মাস, যে মাসে প্রকৃতি নীরবতা প্রতীক্ষার ভঙ্গিমাকে নিজের নামে ধারণ করে আছে। রবিউস সানি স্নিগ্ধ বসন্তের পরিপূরক এবং জুমাদাস সানির জন্য প্রস্তুতির এই মাসটি ইসলামী এক নীরব সাক্ষী। এটির সময়ের ধারাবাহিকতায় বিশ্বাস ও আমলের এক অদৃশ্য সূত্র।

বারের নাম আরবি মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ
মঙ্গলবার ২৩ জুমাদাল উলা ১ ডিসেম্বর
বুধবার ২৪ জুমাদাল উলা ২ ডিসেম্বর
বৃহস্পতিবার ২৫ জুমাদাল উলা ৩ ডিসেম্বর
শুক্রবার ২৬ জুমাদাল উলা ৪ ডিসেম্বর
শনিবার ২৭ জুমাদাল উলা ৫ ডিসেম্বর
রবিবার ২৮ জুমাদাল উলা ৬ ডিসেম্বর
সোমবার ২৯ জুমাদাল উলা ৭ ডিসেম্বর
মঙ্গলবার ১ জুমাদাস সানিয়া ৮ ডিসেম্বর
বুধবার ২ জুমাদাস সানিয়া ৯ ডিসেম্বর
বৃহস্পতিবার ৩ জুমাদাস সানিয়া ১০ ডিসেম্বর
শুক্রবার ৪ জুমাদাস সানিয়া ১১ ডিসেম্বর
শনিবার ৫ জুমাদাস সানিয়া ১২ ডিসেম্বর
রবিবার ৬ জুমাদাস সানিয়া ১৩ ডিসেম্বর
সোমবার ৭ জুমাদাস সানিয়া ১৪ ডিসেম্বর
মঙ্গলবার ৮ জুমাদাস সানিয়া ১৫ ডিসেম্বর
বুধবার ৯ জুমাদাস সানিয়া ১৬ ডিসেম্বর
বৃহস্পতিবার ১০ জুমাদাস সানিয়া ১৭ ডিসেম্বর
শুক্রবার ১১ জুমাদাস সানিয়া ১৮ ডিসেম্বর
শনিবার ১২ জুমাদাস সানিয়া ১৯ ডিসেম্বর
রবিবার ১৩ জুমাদাস সানিয়া ২০ ডিসেম্বর
সোমবার ১৪ জুমাদাস সানিয়া ২১ ডিসেম্বর
মঙ্গলবার ১৫ জুমাদাস সানিয়া ২২ ডিসেম্বর
বুধবার ১৬ জুমাদাস সানিয়া ২৩ ডিসেম্বর
বৃহস্পতিবার ১৭ জুমাদাস সানিয়া ২৪ ডিসেম্বর
শুক্রবার ১৮ জুমাদাস সানিয়া ২৫ ডিসেম্বর
শনিবার ১৯ জুমাদাস সানিয়া ২৬ ডিসেম্বর
রবিবার ২০ জুমাদাস সানিয়া ২৭ ডিসেম্বর
সোমবার ২১ জুমাদাস সানিয়া ২৮ ডিসেম্বর
মঙ্গলবার ২২ জুমাদাস সানিয়া ২৯ ডিসেম্বর
বুধবার ২৩ জুমাদাস সানিয়া ৩০ ডিসেম্বর
বৃহস্পতিবার ২৪ জুমাদাস সানিয়া ৩১ ডিসেম্বর

২০২৬ সালের গুরুত্বপূর্ণ ইসলামিক দিবস সমূহ

বারের নাম আরবি মাসের তারিখ আরবি দিবসের নাম ইংরেজি মাসের তারিখ
বুধবার ২৭ রজব শবে মেরাজ ১১ ফেব্রুয়ারি
রবিবার ১৫ শাবান শবে বরাত ১ মার্চ
সোমবার ১ রমজান রমজান শুরু ১৬ মার্চ
শনিবার ২৭ রমজান লাইলাতুল কদর ১১ এপ্রিল
বুধবার ১ শাওয়াল ঈদুল ফিতর ১৫ এপ্রিল
শনিবার ৮ জিলহজ হজ শুরু ২০ জুন
রবিবার ৯ জিলহজ আরাফার দিবস ২১ জুন
সোমবার ১০ জিলহজ ঈদুল আযহা ২২ জুন
মঙ্গলবার ১০ মহরম আশুরা ২১ জুলাই
বুধবার ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবি ২৩ সেপ্টেম্ব

শেষ কথাঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬

আরবি মাসের ক্যালেন্ডার ২০২৬ মুসলিম উম্মার জন্য শুধু তারিখের তালিকা নয়। বরং এটি হলো সময়ের সাথে সাথে আত্মাধিক উন্নতি ও ইবাদতের একটি সুসংগঠিত রূপ রেখা। জানুয়ারি ২০২৬ থেকে শুরু করে এই ক্যালেন্ডার আমাদের কে রজত মাসের পবিত্রতা থেকে শুরু করে জুমাদাস সানিয়া মাস পর্যন্ত একটি পূর্ণাঙ্গ চক্র প্রদান করে। আরবির প্রতিটি মাসে নিজস্ব ফজিলত ইবাদত ও শিক্ষা রয়েছে। যা আমাদেরকে সারা বছরই আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়। আল্লাহর এবাদত পালন করতে আগ্রহী করে তোলে। চাঁদ দেখার উপর ভিত্তি করে এই তারিখগুলো সঠিকভাবে নির্ধারণ করা হয়। 

তাই স্থানীয় চন্দ্র দর্শনের উপর ভিত্তি করে এই তারিখ গুলোতে হয়তো কিছুটা তারতম্য দেখা দিতে পারে। আরবি মাসের ক্যালেন্ডার আমাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা ও অনুশীলনের সাথে অবিচ্ছিন্নভাবে সংযুক্ত রাখে এবং আমাদের দৈনন্দিন জীবনযাপনকে আল্লাহর ইবাদতের সাথে সঙ্গতি পূর্ণ করে তুলতে সাহায্য করে। তবে আশা করা যায় আজকের এই আর্টিকেলটি থেকে আপনি অনেক উপকৃত হবেন। যদি আমাদের আর্টিকেলটি আপনার ভালো লাগে তাহলে আপনার আপনজন বন্ধু-বান্ধব, কাছের মানুষ ও আত্মীয়-স্বজন সবার কাছে আর্টিকেলটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url