পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ
পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। পুরাতন ছবির নতুন করার উপায় সম্পর্কে জানার আগে আমাদের বুঝতে হবে কেন এ ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আলোকচিত্র গুলি সাধারণত আলো, আলতো চাপ অথবা পানি পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়।
কাগজের ফটোগুলোতে এসিড মাইগ্রেশন ঘটে যা হলদেটে ভাব সৃষ্টি করে এবং ঝাপসা ভাব
সৃষ্টি করে। রঙ্গিন ফটোগুলিতে অবক্ষয় ঘটে এই সমস্যাগুলো বোঝা পুনরুদ্ধার
প্ক্রিয়ার প্রথম ধাপ। চলুন আজকের এই আর্টিকেল থেকে পুরাতন ছবি নতুন করার
উপায় সম্পর্কে ধাপে ধাপে জেনে নেয়া যাক।
পেজ সূচিপত্রঃ পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ
- পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ
- পুরাতন ছবি সংরক্ষণ করার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ
- মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে ছবি রিস্টোর করা
- ক্যানভা এবং অনলাইন কিছু টুলসের মাধ্যমে সহজ সমাধান
- রঙ্গিন ছবিকে সাদা কালো তে রূপান্তরের প্রযুক্তি
- সাদা কালো ছবিতে রং যোগ করার জাদু
- ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও মেরামত
- ছবি শার্প করা এবং নয়েজ কমানোর কৌশল
- পুরাতন ছবি নতুন করার চূড়ান্ত ধাপ
- শেষ কথাঃ পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ
পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ
আমাদের অ্যালবামে থাকা পুরাতন ছবিগুলো কোন সাধারণ ছবি নয়। প্রত্যেকটি পুরাতন ছবি আমাদের অতীতকালের স্মৃতি এবং পারিবারিক সম্পর্ককে বহন করে। এই পুরাতন ছবিগুলো আমাদের জীবনের অমূল্য স্মৃতির ধারক ও বাহক। সময়ের সাথে সাথে এসব স্মৃতি মলিন হয়ে যায়। যেগুলো ছবি আকারে থেকে যায় চিরজীবন।
পুরাতন ছবিগুলোর রং বিবর্ণ হয়ে আসে, দাগ পরে কিংবা কোনায় ভাজ হয় কিংবা ঝাপসা হয়ে যায়। কিন্তু আজকের ডিজিটাল যুগে এসব পুরাতন ছবি নতুন করার উপায় অত্যন্ত সহজ হয়ে গেছে। করে সংরক্ষণ করতে হবেআজকের ডিজিটাল যুগে এমন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা ফোন দিয়ে পুরাতন ছবিকে নতুন রূপ দান করতে পারবেন।
সফটওয়্যার থেকে শুরু করে সাধারণ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন আপনি হারিয়ে যাওয়া কিছু স্মৃতিকে আবারো প্রান বন্দ করে তুলতে পারেন। এই গাইডে আমরা নতুন ছবি নতুন করার উপায় সমূহ এর এমনই কিছু কার্যকরী ও সহজতম পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দিক নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনিও ফিরে পেতে পারেন আপনার পুরাতন ছবিকে নতুন গ্রুপে।
আরো পড়ুন: মধু পূর্ণিমা রাতের তাৎপর্য এবং কিভাবে পালন করা হয়
পুরাতন ছবি সংরক্ষণ করার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ
পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ নিয়ে কাজ করার আগে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, প্রথমে ছবিগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা। পুরাতন ছবিগুলো সঠিকভাবে সংরক্ষণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছবিগুলোকে একটি শুষ্ক ও পরিষ্কার এবং ধুলাবালি থেকে মুক্ত স্থানে রাখতে হবে। ছবিগুলোকে একটি মানসম্মত অ্যালবামে , করে সংরক্ষণ করতে হবে।
কারণ এটি ছবিকে সরাসরি সূর্যের আলো, আর্দ্রতা, শুষ্কতা এবং শারীরিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে বিশেষ করে যেসব ছবি অনেক পুরাতন হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং ভিতরে পানি ঢুকে গিয়েছে সেগুলো সংরক্ষণ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আসে স্ক্যান করার প্রক্রিয়া। একটু ভালো মানের স্ক্যানার হলে পুরাতন ছবিগুলো খুব সহজেই নতুন রূপ দেওয়া যায়।
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়েও আপনি আপনার পুরাতন ছবিগুলোর উপর স্ক্যান করতে পারেন। স্ক্যান করার সময় রেজুলেশন কম রাখার চেষ্টা করুন। অর্থাৎ কমপক্ষে ৩০০ ডিপিআই রাখুন। এতে করে ছবির তথ্যগুলো সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে এডিট করার সময় সেই তথ্যগুলো কাজে লাগবে। এছাড়াও ছবি ফেটে যাবে না। এই প্রাথমিক পর্যায় গুলোই পুরাতন ছবিকে নতুন করতে বেশি সাহায্য করে।
মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে ছবি রিস্টোর করা
বর্তমানে মোবাইল অ্যাপের মাধ্যমে পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ এর মধ্যে সব চেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার পুরাতন ছবিগুলোকে নতুন রূপ দিতে পারবেন। যেমন মোবাইলে থাকা কিছু অ্যাপস রেমিনি, ফটো ডিরেক্টর এবং এডোবি লাইট রুম। এই অ্যাপ গুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবির কোয়ালিটিকে উন্নত করতে পারে।
আপনি পুরাতন ছবিটি স্ক্যান করে আপলোড করবেন। তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আপনার ছবির ভিতরের ক্ষত দাগ, ঝাপসা ভাব দূর করে দিয়ে আপনার ছবিটিকে একটি নতুন রূপ দান করবে। যেটা খুব বিস্ময়কর এবং আশ্চর্যজনক মনে হয়। তবে বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও সত্যি। এই অ্যাপগুলো খুব চমৎকার ভাবে কাজ করে। আপনার পুরাতন ছবিগুলোকে সংরক্ষণ করার জন্য এসব অ্যাপস ব্যবহারের সহজতা হল এর কৃত্রিম বুদ্ধিমত্তা।
মাত্র কয়েকটি ট্যাবের মাধ্যমে আপনি আপনার দাদা দাদির নানা নানির বিবাহের ছবি
পরিষ্কার করে ফেলতে পারেন। এছাড়াও অনেক অ্যাপে বিনামূল্যের কিছু ভার্সন
অফার করে। তবে আরো উন্নত ফিচার ব্যবহারের জন্য প্রিমিয়াম ভার্সনগুলো ব্যবহার
করাই উত্তম। যেগুলো পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ হিসেবে খুবই ইউজফুল একটি
সিস্টেম।
ক্যানভা এবং অনলাইন কিছু টুলসের মাধ্যমে সহজ সমাধান
যাদের কম্পিউটার ল্যাপটপ বা পিসি আছে তারা তাদের কম্পিউটারের জটিল সফটওয়্যার
ইন্সটল করতে বা শিখতে সময় দিতে চান না। তাদের জন্য অনলাইন টুলস সবচেয়ে
গুরুত্বপূর্ণ বা বিকল্প একটি মাধ্যম। ক্যানভা, ফটোর এবং বিফাঙ্কি এসব
ওয়েবসাইট গুলো ব্যবহারকারী বান্ধব ইন্টার ফেস এ অনেকগুলো ফটো এডিটিং টুলস সরবরাহ
করে থাকে। এগুলো সাধারণত ড্রাগ এবং ড্রপের মাধ্যমে ছবি আপলোড করে এডিটিং করা
যায়। যা খুবই সহজলভ্য একটি উপায়।
এই টুলস গুলোতে পিরি সেট ফিল্টার, ব্রাইটনেস, কনট্রাস্ট সমন্বয়, হাইলাইটস, সার্ফ
নেস এবং রং সংশোধনের মতো বেসিক থেকে এডভান্স অনেকগুলো ফিচার থাকে। যদিও এগুলো
ফটোশপের মত অতটা অ্যাডভান্স নয়। তবুও সাধারণ এবং মাঝারি মানের অল্প ক্ষতিগ্রস্ত
ছবি পুনরুদ্ধার করার জন্য এগুলো খুবই সহজলভ্য একটি উপা্তি। এটি পুরাতন ছবি নতুন
করার জন্য একটি দ্রুত এবং ঝামেলা মুক্ত পদ্ধতি।
রঙ্গিন ছবিকে সাদা কালো তে রূপান্তরের প্রযুক্তি
কখনো কখনো একটি পুরাতন এবং সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত রঙ্গিন ছবি কে সাদা কালোয় রূপান্তর করলে, এটি আরো বেশি শক্তিশালী সুন্দর স্বল্পিক এবং চিরন্তন দেখাতে পারে। আবার কিছু কিছু ছবি আছে যেগুলো রঙ্গিন এর চেয়ে সাদা কালো তে অনেক বেশি সুন্দর দেখায় এন্ড জীবন্ত দেখায়। পুরাতন ছবি নতুন করার উপায় এর একটি ক্লাসিক এবং খুবই কার্যকরী পদ্ধতি একটি হলো রঙ্গিন ছবি কে সাদাকালো তে রুপান্তরিত করা। সাদা কালো ছবি অনেক সময় আবেগ এবং গঠনগত বিস্তারিত গুলোকে আরো বেশি আকর্ষণীয় করে।
এছাড়াও রংয়ের ক্ষতিকে কার্যকর ভাবে লুকিয়ে ফেলে। প্রায় সকল ফটো এডিটিং সফটওয়্যার এবং মোবাইল অ্যাপে সাদাকালো তে রুপান্তরের অপশন রয়েছে। কেবলমাত্র ছবিটিকে গ্রেস্কেলে রূপান্তর করায় নয়, আপনি বিভিন্ন রংয়ের চ্যানেল বাড়িয়ে যেমন সাদা, কালো, লাল, নীল, সবুজ, পার্পেল, হলুদ সমন্বয় করে কনস্ট্যান্ট বাড়িয়ে ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় এবং মনের অবস্থা প্রকাশ করতে পারবেন। এটি একটি খুবই সহজ কিন্তু খুবই প্রভাবশালী কৌশল। বিশেষ করে প্রকৃতির ছবির জন্য এটি খুবই কার্যকরী একটি কৌশল।
আরো পড়ুন: মধু পূর্ণিমা রাতের তাৎপর্য এবং কিভাবে পালন করা হয়
সাদা কালো ছবিতে রং যোগ করার জাদু
আপনার নানার শৈশবের একটি সাদা কালো ছবিতে যদি সঠিকভাবে রং যোগ করেন, তাহলে এটি একেবারে জীবন্ত হয়ে উঠবে। পুরাতন ছবি নতুন করার উপায় সমুহ এর মধ্যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপায়। এটি তুলনামূলকভাবে জটিল কিন্তু অত্যন্ত ফলপ্রসু। এই প্রক্রিয়া কৃত্রিম বুদ্ধিমত্তাচারিত টুল যেমন মাই হেরিটেজ ইন কালারিয আইটি। এটি স্বয়ংক্রিয়ভাবে সাদাকালো ছবিতে
বাস্তবসম্মত রং যোগ করতে পাতি। আরো যদি নিয়ন্ত্রিতভাবে রং যোগ করতে চান
তাহলে এই সফটওয়্যার গুলো ব্যবহার করতে হবে। এর জন্য ঐতিহাসিক রং রেফারেন্স
এর প্রয়োজন হতে পারে। যেমন সাদা কালো রং, পোশাকের রং, স্থাপত্য পরিবেশের রং কেমন
ছিল এটির সময়ের সাপেক্ষ হলেও এর ফলাফল কিন্তু সত্যি আশ্চর্যজনক এবং পুরাতন
স্মৃতি কে একটি নতুন রূপের মাত্রা দেয়।
ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও মেরামত
অনেক পুরাতন ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ছিড়ে যায়। অথবা অবাঞ্ছিত বস্তু যেমন পুরনো ফার্নিচার ক্ষতিগ্রস্ত দেয়া থাকে। পুরাতন ছবি নতুন করার উপায় এর অংশ হিসেবে আপনি সেই ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারেন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে। যেমন একটি ক্ষতিগ্রস্ত দেয়ালের ব্যাকগ্রাউন্ড এর পরিবর্তে শান্তিপূর্ণ বাগান লাইব্রেরী বা একটি সাধারণ রঙের
ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেওয়া যায় ফটোশপের কন্টেন্ট এবং লেয়ার মাস্কের মাধ্যমে। এই কাজটি পেশাদার পর্যায়ে করা যায়। এই কাজটি আপনি পেশাদার পর্যায়ে করে টাকা ইনকাম করতে পারবেন, ফাইভারে একাউন্ট খুলে। কিছু এডভান্স মোবাইল অ্যাপ এ ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ফিচার সরবরাহ করে। এটি শুধু ছবি মেরামতি নয়, বরং একটি মাধ্যম যা আপনার পুরাতন ছবিকে সম্পূর্ণ নতুন লুক দিতে পারে।
ছবি শার্প করা এবং নয়েজ কমানোর কৌশল
পুরাতন ছবিগুলো প্রায়ই ঝাপসা এবং দানাদার ব্লার হয়ে থাকে। কারণ আগের ক্যামেরা প্রযুক্তি রেজুলেশন এর মান সীমিত ছিল। পুরাতন ছবি নতুন করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এই ঝাপসা অস্পষ্টতা এবং নয়েজ কমানো মাধ্যমে ছবির কিনারা গুলোকে আরো স্পষ্ট এবং সংগৃহীত করা যায়। তবে অতিরিক্ত শারপ্নিং করা যাবে না। কারণ তাতে রুক্ষ দেখাতে পারে এবং দেখে বোঝা যাবে।
এটি এআই দিয়ে তৈরি। গুগলে গিয়ে আপনাকে কিছু সফটওয়্যার ব্যবহার করে ছবির
দানাদার ভাব অথবা ফটোশপ এডোবি ব্যবহার করে আপনার ছবির দানাদার ভাব কমিয়ে আরো
মসৃণ এবং পরিষ্কার রূপ দেওয়া যায়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিভিত্তিক সফটওয়্যার
গুলো এই কাজটি সক্রিয়ভাবে তাদের সাথে করতে পারে। ছবির গুণমানের ভারসাম্য রেখেই
তারা কাজগুলো করে থাকে।
পুরাতন ছবি নতুন করার চূড়ান্ত ধাপ
পুরাতন ছবি নতুন করার চূড়ান্ত ধাপে সর্বপ্রথম আপনাকে একটি ছবি সফলভাবে পুনরুদ্ধার করতে হবে। সেই পুনরুদ্ধার করা ছবিটিকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সেই সাথে সোশ্যাল শেয়ার করা সমানভাবে গুরুত্বপূর্ণ। পুরাতন ছবি নতুন করার উপায় শেষ ধাপ গুলোর মধ্যে রয়েছে উচ্চমানের ফরমেটে ছবি সেভ করা। পিএনজি বা টিআইএফএফ ফরমেটে সেভ করলে গুণমানের ক্ষতি হয় না। যদিও ফাইল সাইজ অনেক বড় হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য সবচেয়ে জেপিইজি ফরমেট গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখবেন এই ফরমেটটি ব্যবহার করার সময় যেন কম্প্রেশন কোয়ালিটি একটু উচ্চ থাকে। আপনি চাইলে পুনরুদ্ধার ছবিটি প্রিন্ট করে নতুন করে সুন্দর একটি ফ্রেমে বসিয়ে রাখতে পারেন। একটি ভালো মানের ফটো পেপারে প্রিন্ট করে নিলে ছবিটি আরো বহু বছর সজীব ও উজ্জ্বল থাকবে। এটি হলো পুরাতন ছবি নতুন করার উপায় এর পুরো প্রক্রিয়াটির একটি সন্তোষ জনক এবং শেষ সমাপ্তি। যেখানে আপনি আপনার হাতের কাজকে বাস্তব রূপে তুলে ধরতে পারবেন।
আরো পড়ুন: মধু পূর্ণিমা রাতের তাৎপর্য এবং কিভাবে পালন করা হয়
শেষ কথাঃ পুরাতন ছবি নতুন করার উপায় সমূহ
পুরাতন ছবি নতুন করার উপায় কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়। বরং এটি একটি ভালোবাসার
কাজ এবং আপনার পরিবারের ইতিহাসকে সংরক্ষণ করার একটি অর্থপূর্ণ চেষ্টা। শুধুমাত্র
এটি আপনার স্মৃতিকে বহন করা নয় বরং এই কাজের উপর দক্ষ হয়ে আপনি ফাইবার
অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে এটিকে পেশাগত কাজ হিসেবে বেছে নিতে পারবেন।
আশা করা যায়, এই বিস্তারিত গাইডটি আপনাকে আপনার মূল্যবান স্মৃতিগুলোকে
নতুন করে জীবন দিতে অনেক সাহায্য করবে। যেগুলো নিয়ে পরিবারের সদস্যদের
সঙ্গে গল্প করতে ভুলবেন না কিন্তু। কারণ এই স্মৃতিগুলো এবং সেই গল্পগুলোর মধ্যেই
বসবাস করে আপনার জীবনের সত্যতা। আপনার জীবনের অতীতের সত্যতা। আপনার এই স্মৃতি
সংরক্ষণের যাত্রা সার্থক হোক।
আপনি গিগস্পারকলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url